স্পোর্টস ডেস্ক:: বৃথা গেলো বাবার আজম ও সিয়াম আয়ুবের ব্যাট হাতে লড়াই। তাদের ছাপিয়ে বিধ্বংসী শতকে রাইলী রুশো আর ‘বিস্ফোরক’ হাফ সেঞ্চুরিতে কা্ইরণ পোলার্ড ৪৮৬ রানের ম্যাচ জেতালেন মুলতান সুলতান্সকে। বাবরের দল পেশোয়ার জালমি ২৪২ রান করেও জিততে পারলো না। ৫ বল হাতে রেখে চার উইকেটের জয় তুলে নিয়েছে মুলতান।
পিএসএলে রানের বন্যা বইছে। আগে ব্যাট করা পেশোয়ার অধিনায়ক বাবর আজম ও সিয়াম আয়ুবের হাফ সেঞ্চুরিতে ২৪২ রান তুলে। বড় লক্ষ্যে খেলতে নামা মুলতান রাইলী রুশোর বিধ্বংসী শতকের সঙ্গে কাইরন পোলার্ডের অর্ধশতকে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
রাওয়াল পিন্ডিতে টস জিতে ব্যাট করতে নামা পেশোয়ার জালমি দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও সিয়াম আয়ুবের দায়িত্বশীল ব্যাটে ৬ উইকেটে ২৪২ রান তুলে। উদ্বোধনী জুটিতেই ১৩৪ রান আদায় করে দলটি। ১১.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতেই বড় পূঁজির ভিত্তি পায় দলটি। সিয়াম আয়ুবের বিদায়ৈ ভাঙে উদ্বোধনী জুটি। ৩৩ বলে ৫৮ রান করেন এই ওপেনার। ১৭৫’র বেশি স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিলো পাঁচ চার ও চার ছক্কায়।
ওপেনার আয়ুব ফিরে গেলেও বাবর আজম খেলেন বড় ইনিংস। ১৮৭’র বেশি স্ট্রাইক রেটে মাত্র ৩৯ বলে ৭৩ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। নয় চার ও দুই ছক্কায় সাজান দলের সর্বোচ্চ রানের ইনিংসটি। এছাড়াও ৩৮ রান করেন টম কুলার। ৩৫ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে।
মুলতান সুলতান্সের হয়ে আব্বাস আফ্রিদী ৪টি উইকেট লাভ করেন।
২৪৩ রানের টার্গেটে খেলতে নামা মুলতান সুলতান্সের শুরুটা মোটেও ভাল হয়নি। ২৮ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ। অধিনায়ক রিজওয়ান ৬ বলে করেন ৭ রান। মাসুদের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় ওভারের তৃতীয় বলে দুই ওপেনারকে হারায় মুলতান।
তবে দ্রুত দুই ওপেনারের বিদায়ের পর পাল্টে যায় ম্যাচের চিত্র। পরের গল্পটা রাইলী রুশো ও কাইরন পোলার্ডের। দু’জনের ব্যাটে উড়ে যায় পেশোয়ার জালমি। বিধ্বংসী হয়ে উঠা রাইলী রুশো থামেন দলের জয় অনেকটা নিশ্চিত করে ১২১ রানে। ২৩৭’র বেশি স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৫১ বলে বার চার ও আট ছক্কায়।
রুশোর মতো ‘বিস্ফোরক’ ইনিংস খেলেন কাইরন পোলার্ডও। মাত্র ২৫ বলে করেন ৫২ রান। ২০৮ স্ট্রাইক রেটের ইনিংসে তিন চার ও পাঁচ ছক্কায় সাজান। দু’টি করে চার ও ছক্কায় ৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন আনোয়ার আলী। ৩ বলে ১১ রানে অপরাজিত থাকেন উসামা মীর। তাতে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় মুলতানের।
পেশোয়ারের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post