স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে শান্ত্বনার জয়ে মধুর প্রতিশোধ নিলো ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটাল। পাঞ্জাব কিংসের কাছে আগের ম্যাচে ৩১ রানে হেরে আইপিএল থেকে বিদায় হয়ে যায় দিল্লি। এবার রুশোর ‘বিস্ফোরক’ ইনিংসের পর লিয়াম লিভিংষ্টোনের ঝড় থামিয়ে দিল্লি নিলো প্রতিশোধ। জিতলো ১৫ রানে।
দিল্লি ক্যাপিটালস প্রোটিয়া ব্যাটার রাইলী রুশোর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র দুই উইকেটে ২১৩ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা পাঞ্জাব কিংস ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংষ্টোনের ঝড়ে ব্যাটিংয়ে প্রায় জিততে যাচ্ছিলো। রুশোকে থামিয়ে ১৯৮ রানে পাঞ্জাবকে আটকে দেয় দিল্লি।
টস হেরে আগে ব্যাট করতে নামা দিল্লি রাইলী রুশোর ‘বিস্ফোরক’ ইনিংসের সঙ্গে পৃত্বী শ্ব, ডেভিড ওয়ার্নার ও পিল সল্টের ব্যাটে দুই উইকেটে ২১৩ রান তুলে। ৩৭ বলে ছয়টি করে চার ও ছক্কায় ৮২ রান করে অপরাজিত থাকেন ২২১’র বেশি স্ট্রাইকে ব্যাট করা রুশো। সাত চার ও এক ছক্কায় ৩৮ বলে ৫৪ রান করেন পৃথ্বী শ্ব। ৩১ বলে ৪৬ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পাঁচ চার ও দুই ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। ২৬ রানে অপরাজিত থাকেন পিল সল্ট।
পাঞ্জাবের হয়ে স্যাম কারান ২টি উইকেট লাভ করেন।
২১৪ রানের টার্গেটে খেলতে নামা পাঞ্জাব প্রায় জিতেই যাচ্ছিলো। শেষ ওভারের প্রথম তিন বলে ১৬ রান তুলে অবিশ্বাস্য জয়ের পথেই এগুচ্ছিলেন লিয়াম লিভিংষ্টোন। শেষ তিন বলেও জয়ের জন্য সমান ১৬ রানের সমীকরণ থেকে যায়। চতুর্থ ও পঞ্চম ওভারে ইশান্ত শর্মাকে আর বাউন্ডারিতে পাঠাতে পারেননি তিনি। উল্টো শেষ বলে তুলে দেন ক্যাচ। ৪৮ বলে ৯৪ রানে থামতে হয় ইংলিশ ব্যাটারকে। পাঁচ চার ও নয় ছক্কায় খেলেন সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসটি। ৪২ বলে ৫২ রান করে রিটায়ার্ড হয়ে যান তাইদী। পাঁচ চার ও দুই ছক্কা ছিলো তার ইনিংসে। ১৯ বলে ২২ রান করেন প্রভীরমন সিং।
দিল্লির হয়ে নটরাজ ও ইশান্ত শর্মা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post