স্পোর্টস ডেস্কঃ এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট হারাল বার্সেলোনা। শনিবার লা লিগায় ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। প্রথমার্ধে মার্কাস আলোনসোর গোলে এগিয়ে যাওয়া জাভি হার্নান্দেজের দল শেষ দিকে করে গোল হজম। জর্দি আলবা লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
এক পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে রিয়ালেরও পয়েন্ট ৩৮। ১৩ পয়েন্ট নিয়ে এস্পানিওল আছে ১৬ নম্বরে।
৭৩তম মিনিটে সফল স্পট কিকে ম্যাচে সমতা ফেরান এস্পানিওলের হোসেলু। আলোনসো ডি বক্সে এই ফরোয়ার্ডকে মৃদু টোকায় ফেলে দিয়েছিলেন। যার ফলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি আন্তোনিও মাতেও লাহোস। গত বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের কোয়ার্টার-ফাইনালে ‘বাজে ম্যাচ’ পরিচালনার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি।
লাহোস ৮০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখান এস্পানিওলের সোসাকে। ১০ জনের দলে পরিণত হয় এস্পানিওল। এর আগে অবশ্য জর্দি আলবাকে লাল কার্ড দেখান এই রেফারি। বার্সেলোনা পরিণত হয় ১০ জনের দলে।
গত মাসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব ছিল এই স্প্যানিশের কাঁধে। ম্যাচে লাহোস ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। যার মধ্যে একটি ছিল লাল কার্ডও। বিশ্বকাপের ইতিহাসে এতবেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ড আর নেই। এত কার্ড দেখানোর কারণে খোদ মেসি পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। যে কারণে ফিফা আর বিশ্বকাপের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেননি লাহোসকে।
শনিবার কাতালান ডার্বিতে বার্সা বনাম এস্পানিওলের ম্যাচ পরিচালনা করতে গিয়ে ১৪টি হলুদ কার্ড এবং দুটি লাল কার্ড দেখালেন লাহোস। লাল কার্ড দেখিয়েছিলেন মোট তিনটি। এর মধ্যে একটি ভিএআরের কারণে বাতিল করতে বাধ্য হন তিনি।
ম্যাচ শেষে লাহোসের কার্ডের নেশায় পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। তবে এস্পানিওলের বিপক্ষে ম্যাচ ড্র হওয়ায় নিজের খেলোয়াড়দেরও দায় আছে বলে উল্লেখ করেছেন স্পেনের হয়ে বিশ্বকাপ, ইউরো জয়ী জাভি।
তিনি বলেন, ‘ম্যাচটি তার (লাহোস) নাগালে ছিল না। কোন কারণ ছাড়াই তিনি কার্ড দিচ্ছিলেন। তিনি ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার কার্ড দেওয়ার কারণে আমরা কিছুটা ডাউন হয়ে গিয়েছিলাম। তবে অনেক সুযোগ তৈরি করে, ফরোয়ার্ড লাইনে বল রেখে গোল করতে না পারা খেলোয়াড়দের ভুল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post