স্পোর্টস ডেস্ক:: এরিক টেন হাগ নানা কাণ্ড ঘটিয়ে রোনালদোকে বিদায় হতে বাধ্য করেছিলেন। সিআর সেভেনকে বিদায় করে দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগ থেকে বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় হলো। সেরাদের মঞ্চে মাত্র এক ম্যাচ জিততে পেরেছে এরিকের দল।
চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপের টেবিল তলানির দল হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ছেড়েছে দলটি। প্রিমিয়ার লিগেও ভালো অবস্থানে নেই সিআর সেভেনের সাবেক দল। চ্যাম্পিয়ন্স লিগে এতো বাজে পারফরম্যান্স আর কখনো হয়নি ম্যানইউর।
নিজেদের ইতিহাসে ২০০৫-০৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে সময় কাটিয়ে ছিলো আনচেলত্তির দল। সেবার দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট তাও পেয়েছিলো। এবার জিততে পারলো মাত্র এক ম্যাচ। চার পয়েন্ট নিয়েই শেষ করতে হলো চ্যাম্পিন্স লিগের মৌসুম।
প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচ খেলা দলটি জিততে পেরেছে মাত্র ৯ ম্যাচে। এক সময়ের প্রভাবশালী দলটি ধুঁকছে রীতিমতো। ২৭ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগে আছে ৬ষ্ঠ স্থানে। পর্তুগিজ তারকার বিদায়ের পর সম্রাজ্য হারাতে বসে ম্যানইউ।
রাতের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হয় টেন হাগের দলকে। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানইউ। মৌসুমের সবক’টি আসরেই জৌলসহীন দলটি। প্রিমিয়ার লিগেও ভালো অবস্থানে নেই, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়। আগেই বিদায় হয়েছে ইউরোপা লিগ থেকেও।
ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে জিতে কিছুটা সম্ভাবনা বেঁচে থাকতো দলটির। ওল্ড ট্র্যাফোর্ডে কোমানের একমাত্র গোলে বায়ার্নের জয়ে ম্যানইউকে বিদায় নিতে হয়েছে। ‘সি’ গ্রুপের একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে শেষ ষেলোতে গোলে কোমানরা।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ‘ড্র’য়ে ১৬ পয়েন্ট বায়ার্নের। গালাতসারইকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচে দুই জয়, দুই হার ও দুই ‘ড্র’য়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেছে কোপেনহেগেনও। ছয় ম্যাচে এক জয় ও এক ‘ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিল তলানির দল ম্যানইউ।
টিকে থাকার ম্যাচে ঘরের মাঠে নিজেদের সেরাটা খেলতে পারেনি ম্যানইউ। বিধ্বস্ত দলটি যেনোই আগেই বিধ্বস্ত হয়ে গেছে। একের পর এক হারের বৃত্ত থেকে বের হতে পারেনি টেন হাগের শিষ্যরা।
গোল শুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কোমানের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় বায়ার্নের। ৭০তম মিনিটে গোলটি হজম করে আরো শোধ দিতে পারেনি ম্যানইউ। ১-০ গোলের হারে মাথা নিচুঁ করে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post