স্পোর্টস ডেস্ক:: তিনি ছিলেন সফল কোচদের একজন। দলকে আগের মৌসুমে চ্যাম্পিয়ন করিয়ে নিয়ে গেছে ফিফার ক্লাব বিশ্বকাপে। অথচ এবার শুরুতেই হোঁচট। রোনালদোদের কাছে ৫-১ গোলে বিধ্বস্তের পর হারিয়েছেন চাকরিও। তিনি আল আইনের আর্জেন্টাইন কোচ হার্নান ক্রেসপো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোনালদোর দল আর নাসরের কাছে বড় ব্যবধানে হারের পর ক্লাব কর্তারা কোচ বরখাস্তের সিদ্ধান্ত নেন।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আগের আসরের চ্যাম্পিয়ন ছিলো আল আইন। দুই লেগের ফাইনালে তারা হারিয়ে ছিলো জাপানের ইয়োকোহামা এফ. মেরিনোসকে। চ্যাম্পিয়ন হওয়ার ফলে ফিফা ক্লাব বিম্বকাপে খেলার সুযোগ পায় দলটি। তবে সেই আনন্দ বেশি দিন টিকলো না কোচ হার্নার্ন ক্রেসপোর। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে আল নাসরের কাছে ৫–১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে আল–আইন।
এবারের শুরুটাও ভাল করেনি সংযুক্ত আরব-আমিরতাের ক্লাবটি। মৌসুমের প্রথম তিন ম্যাচও তারা হেরেছিলাে। আল নাসরের কাছে বিধ্বস্তের পর তাই কোচের চাকরি গেলো। সব মিলিয়ে চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট আছে দলটির ঝুলিত। আল আইন তাই পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকায় আছে ১২ দলের মধ্যে সবার শেষে।
গত নভেম্বরে আরব-আমিরাতের ক্লাব আল আইনের দায়িত্ব নেন ক্রেসপো। এর আগে তিনি ব্রাজিলের সাও পাওলোর দায়িত্ব পালন করেন। কোচ ছিলেন কাতারের ক্লাব আল দুহাইলের। আল আইনের দায়িত্ব নিয়ে প্রায় দুই দশক পর এএফসি চ্যাম্পিয়নস লিগ জেতানো দলকে। কিন্তুু এবার সেই জয়রথ থাকেনি তার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাজে অবস্থার পাশাপাশি ইইউ প্রো লিগে পাঁচ ম্যাচ খেলা দলটির পয়েন্ট মাত্র ৮। ১৪ দলের লিগে আছে মাত্র আট নম্বরে।
এক বিবৃতিতে কোচকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে আল আইন। জানিয়েছেে, কোচের পারফরম্যান্স সন্তুুষ্ট জনক নয়। ফলে ক্লাব কর্মকর্তারা কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে অফিসিয়ালি কারণ হিসেবে আল আইন বলনে, ফল ‘প্রত্যাশিত মাত্রা’র নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০