স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালের বিপক্ষে জয়ের রাতে ইতিহাস গড়ায় বড় পুরস্কার পেলেন জর্জিয়ার ফুটবলাররা। প্রথমবার ইউরো খেলতে আসা দলটি পর্তুগালকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে নিশ্চিত করে শেষ ষেলো।
ফিফা র্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা জর্জিয়ার ফুটবলারদের এমন সাফল্যে দেশটিতে রীতিমতো উৎসব ছিলো। জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশবিলি ফুটবলারদের জন্য ঘোষণা করেছেন বড় পুরস্কার। দেশের ফুটবল দলকে স্থানীয় মুদ্রায় তিন কোটি জর্জিয়ান লারি পুরস্কার দিচ্ছেন তিনি। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি টাকা।
পর্তুগালকে হারানোর পর এমন বড় পুরস্কার প্রাপ্তি এখানেই থামবে না। শেষ ষেলোতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফিফা র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা স্পেনকে হারাতে পারলেও সমান পুরস্কার পাবেন ফুটবলাররা॥
জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভানিশিবিলি ক্ষমতায় না থাকলেও তিনি দেশটির প্রভাবশালী ব্যক্তি। সরকারে তার গুরুত্ব আগের মতোই। তার ইশারাতেই চলে জর্জিয়ার শাসন ব্যবস্থা। নিজ দেশের ফুটবলারদের এমন ঐতিহাসিক অর্জনে তাই ধনকুবের এই সাবেক প্রধানমন্ত্রী ফুটবলারদের দিচ্ছেন বড় পুরস্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post