স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগে টানা জয়রথে আছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সঙ্গে সাদিও মানেদের গোলে আল শাবাবকে উড়িয়ে দিয়েছে আল নাসর। মৌসুমের প্রথম দুই ম্যাচ হারের পর রোনালদো টানা দুই ম্যাচ জেতালেন দলকে।
আগের ম্যাচেও দলকে জিতিয়েছেন রোনালদো। করেছিলেন হ্যাটট্রিক। এবার জোড়া আল শাবাবের বিপক্ষেও গোল করেছেন। প্রথমার্ধে তার জোড়া লিড নিয়ে ছিলো নাসর। পর্তুগিজ তারকার জোড়া গোলের দিনে সাদিও মানে ও সুলতান আল গানামও গোল করেছেন। তাতেই আল নাসর জিতেছে ৪-০ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছেন নাসরের ফুটবলাররা। তারকায় ঠাসা দলটির বিপক্ষে শাবাব কোনো সুবিধাই করতে পারেনি। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বড় ব্যবধানে। নিজেদের ভুলেই তারা দুই গোল হজম করে। প্রথমার্ধের শেষ দিকে দু, দু’বার পেনাল্টি উপহার দেয় আল নাসরকে।
পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া করতে ভুল করেননি। ম্যাচের ১৩তম মিনিটেই পর্তুগিজ তারকা পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। শুরুতেই পিছিয়ে পডা আল শাবাব আবারো পেনাল্টি উপহার দেয় ম্যাচের ৩৮তম মিনিট। ক্রিস্টিয়ানো রোনালদো তাতেই নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন।
সতীর্থের জোড়া গোলের পরপরই জ্বলে উঠে সাদিও মানে। ৪০তম মিনিটে তিনি ব্যবধান করে ফেলেন ৩-০। বড় ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আল শাবাবকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলতে থাকে আল শাবাব। নিজেদের রক্ষণের শক্তি বাড়িয়ে রোনালদোদের আক্রমণ ঠেকিয়ে দিতে থাকে দলটি। প্রতিপক্ষের আক্রমণ রুখতে ব্যস্ত থাকায় শাবাবের ফুটবলাররা আর গোলই করতে পারেননি। তবে শেষ মূহুর্তে তাদের প্রতিরোধ ভেঙে দেন সুলতান আল। ম্যাচের ৮০তম মিনিটে নাসরের এই তারকা শাবাবের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। নিশ্চিত করেন দলের ৪-০ ব্যবধানের বড় জয়।
প্রো লিগের নতুন মৌসুমে চার ম্যাচ খেলা আল নাসল জিতলো দু’টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতেছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post