স্পোর্টস ডেস্কঃ গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টেনে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেয় সৌদি প্রো-লিগের দল আল নাসের। এরপর গ্রীষ্মের দলবদলে তারা দলে ভিড়িয়েছে ক্রোয়েশিয়ার তারকা মার্সেলো ব্রজোভিচকে।
এদিকে নতুন মৌসুমে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে পা রেখেছেন করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ, এনগোলো কন্তে, জর্ডান হেন্ডারসনের মতো তারকাসহ আরও বেশ কিছু ফুটবলার। সেই পথ ধরে এবার মাত্র ৩১ বছর বয়সেই সৌদিতে পৌঁছে গেলেন নেইমারের মতো মহাতারকাও।
আল হিলালে যোগ দিয়ে প্রথমবার সংবাদমাধ্যমে কথা বলতে গিয়েই রোনালদোকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করলেন নেইমার। সাক্ষাৎকারে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি মনে করি, যা হচ্ছে সব রোনালদোর কারণেই হচ্ছে। সবাই তো শুরুতে তাঁকে ‘পাগল’ বা এমন আরও অনেক কিছুই বলেছে। এখন দেখুন লিগটা শুধু বড়ই হচ্ছে।’
নেইমার আরও বলেন, ‘এটা রোমাঞ্চকর অবশ্যই। অন্য দলগুলিতে শীর্ষ পর্যায়ের এত ফুটবলার থাকায় তা যে কাউকে ভালো খেলতে আরও অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। তার ওপর যদি রোনালদো, বেনজেমা, ফিরমিনোর মতো ফুটবলারদের বিপক্ষে খেলতে হয়, তাহলে তো উত্তেজনা আরও বেশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post