স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করে আবারো ফিরেছেন ক্লাব ফুটবলে। আন্তর্জাতিক বিরতিতে এমন অর্জনে নাম লেখান তিনি। ক্লাব ফুটবলে ফিরেই উদযাপন করলেন সেই ৯০০ গোলের ঐতিহাসিক মূহুর্ত।
গত রাতে প্রো লিগে আল আহলির বিপক্ষে মাঠে নামেন নাসর তারকা রোনালদো। ম্যাচ শুরুর আগে ক্লাবের পক্ষ থেকে ৯০০ লেখা বিশেষ জার্সি তুলে দেওয়া হয় সিআর সেভেনের হাতে। হাসিমুখে সেই জার্সি নিয়ে ছবি তুলেন তিনি।
আল নাসরের সমর্থকেরা গ্যালারিতেও উদযাপন করেন। ৯০০ লিখা বিশাল এক তিফো নিয়ে তারা হাজির হন গ্যালারিতে। এমন উদযাপনের রাত অবশ্য বিষাদে পরিণত হচ্ছিলো নাসরের জন্য।
দ্বিতীয়ার্ধে আল নাসর আল আহলির বিপক্ষে পিছিয়ে পড়ে। ৫৭তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি। ১-০তে পিছিয়ে পড়া আল নাসর বাকীটা সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের নবম মিনিটে নিজেদের জালে নিজেরাই বল পাঠায় আল আহলি। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ১-১- গোলের ড্র’তে হার এড়িয়ে মাঠ ছাড়ে নাসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০