স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছেন। টানা তিন ম্যাচে জাতীয় দলের হয়ে গোলের দেখা পেয়েছেন। ক্লাব আর জাতীয় দল মিলিয়ে তিনি এরই মধ্যে আদায় করেছেন ৯০৬ গোল। তার ৯০৬ গোলের দিনে পর্তুগাল তিনে তিন পূর্ণ করেছে। উয়েফা নেশন্স লিগে তিন ম্যাচের তিনটিতেই জয় পেলো পর্তুগিজরা।
শনিবার রাতে উয়েফা নেশন্স লিগে পর্তুগাল পোল্যান্ডের মুখোমুখি হয়। বিশ্ব ফুটবলের দুই বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লেভানডফস্কির লড়াইটা সেভাবে হয়নি। পর্তুগিজ সুপার স্টারের কাছে পাত্তাই পাননি পাননি পোলিশ তারকা লেভানডফস্কি। ৩-১ ব্যবধানে হেরেছে তার দল।
রোনালদোর দিনে গোল করেছেন বার্নার্ডো সিলভাও। পর্তুগালের তিন গোলের একটি এসেছে আত্মঘাতী থেকে। হেরে যাওয়ার দিনে পোল্যান্ড নিজেদের জালে নিজেরাই বল জড়িয়েছে। লেভানডফস্কির গোলহীনতার দিনে পোল্যান্ডের একটি গোল করেন পিওতর জিয়েলিনস্কি।
শনিবার রাতের ম্যাচটিতে পর্তুগাল আরো বড় ব্যবধানে জিততে পারতো। তবে দলটি একাধিক সুযোগ মিস করেছে। মাঠের আধিপত্য ধরে রেখে সিলভার গোলে ২৬তম মিনিটে লিড নেয় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরালো শটে পোল্যান্ডের জালে বল জড়ান সিলভা।
লিড নেওয়ার মিনিট দশেক পরেই রোনালদো তার ৯০৬তম গোলটি পূর্ণ করেন। ম্যাচের ৩৭তম মিনিটে পর্তূগিজ ফুটবল রাজা দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। রাফায়েল লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান সিআর সেভেন। ১৭ বছর পর পোল্যান্ডের জালে বল জড়ালেন তিনি।
জাতীয় দলের জার্সিতে রোনালদো ১৩৩টি গোল করে ফেলেছেন। ক্লাব ফুটবল মিলিয়ে যা ছাড়িয়ে গেছে নয়শোর উপরে। চলতি বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল করলেন তিনি। গোলের মেশিন যেনো গোলের পেছনেই ছুঁটছেন অবিরত।
প্রথমার্ধের দুই গোল নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। পিছিয়ে পড়া লেভানডফস্কির দল বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি। একাধিক সুযোগ পেয়েও মিস করেছে দলটি। মিস করেছেন রবার্ট লেভানডফস্কি নিজেও।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিক পোল্যান্ড। সুযোগও পায় দলটি। ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে ফেলেন পিওতর জিয়েলিনস্কি। ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছিলো পোলিশরা। ঘরের মাঠে সেই আশা আর পূরণ হয়নি। নিজেরা নিজেদের জালে বল জড়িয়ে পর্তুগালকে ব্যবধান আরো বাড়িয়ে দেয়।
ম্যাচের ৮৮তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ইয়ান বেদনারেক নিজেদের সর্বনাশ করে ফেলেন। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন বল। পর্তুগাল এগিয়ঢে যায় ৩-১ ব্যবধানে। পিছিয়ে পড়া পোল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়ে।
তিন ম্যাচের তিনটিই জিতে নয় পয়েন্ট টেবিলে গ্রুপে টেবিল টপার পর্তুগাল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ড ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে। খুলতে পারেনি রানের খাতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০