স্পোর্টস ডেস্ক:: ক্যারিয়ারে বড় বড় সব ক্লাবে খেলেছেন। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস কোনো ক্লাবই বাদ যায়নি। ইউরোপের মঞ্চ কাঁপিয়ে সৌদী আরবে যাওয়া রোনালদোর কাছে প্রত্যাশা ছিলো অনেক। তবে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি।
পর্তুগিজ সুপার স্টার রোনালদো দলে যোগ দেওয়ার পর থেকে সব হারাতে বসেছে আল নাসর। সৌদীর কিংস কাপ ও সুপার কাপ থেকে ছিটকে গেছে দলটি। প্রো লিগেও নেমে গেছে নিচে। এক নম্বর থেকে এখন দুই নম্বরে আল নাসর।
দলের অবস্থা ভালো নয়, রোনালদোও খুব একটা ভালো অবস্থানে নেই। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সিআর সেভেন সেরা চারেও নেই। তালিকার পাঁচ নম্বরে আছেন তিনি। শীর্ষ লিগে ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। অথচ তার কাছে দলের প্রত্যাশা ছিলো অনেক। ইউরোপ কাঁপানো তারকা গোলের বন্যায় ভাসবেন এমন ধারণা ছিলো অনেকের।
সৌদীর সর্বোচ্চ লিগে সর্বাধিক গোল করে শীর্ষে আছেন আল ইতিহাদের স্ট্রাইকার আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২৩ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আল হিলালের স্ট্রাইকার ওডিওন ইগালো। ২৩ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে থাকা আল নাসরের স্ট্রাইকার অ্যান্ডারসন তালিসকা ১৬ ম্যাচে ১৬ গোল করেছেন। চারে আছেন আল ফাতেহর স্ট্রাইকার আল বুরাইকান। ২৩ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।
রোনালদো অবশ্য প্রো লিগের দ্বিতীয় ভাগে দলে যোগ দিয়েছেন। এখনো তিনি তিনটি ম্যাচ পাবেন। শুধু সিআর সেভেন নয়, শীর্ষ পাঁচে থাকা সব তারকাই আরো তিনটি করে ম্যাচ খেলতে পারবেন। দেখা যাক শেষ পর্যন্ত কে যান শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post