স্পোর্ট ডেস্ক:: সৌদীর প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্নই থাকলো। এবারের মৌসুমে ছয় ম্যাচ খেলে একটিতে হারেনি দলটি। পর্তুগিজ সুপার স্টার রোনাদোর এক গোলের সঙ্গে সাদিও মানের জোড়া গোলে এবার জয়ের হালি পূর্ণ করেছে ক্লাবটি। ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল অরবাহকে।
প্রো লিগের ম্যাচটিতে এক তরফা আধিপত্য বিস্তার করেই খেলেছে আল নাসর। তারকায় ঠাসা দলটি প্রতিপক্ষ কোনো সুযোগই দেয়নি। রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন সাদিও মানে। দুই তারকার গোলের দিনে নাসর জিতেছে ৩-০’র বড় ব্যবধানে।
ছয় ম্যাচের একটিতে না হারলেও ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে আল নাসর। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবির টপার নেইমারের ক্লাব আল হিলাল। করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ লিগ টেবিলে আছে দ্বিতীয় স্থানে। ছয় ম্যাচের পাঁচটি জিতেছে ইত্তিহাদ, একটি ম্যাচ হেরেছে তারা।
আল নাসর আল আরবাহকে বড় ব্যবধানে হারলেও টেবিলে তাই খুব একটা উন্নতি ঘটেনি। মাঝারি মানের দলটির বিপক্ষে আল নাসর সেরাটাই খেলেছে। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো রোনালদোরা। প্রায় ৭০ শতাংশ সময় বল ছিলো নাসরের ফুটবলারদের পায়ে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। আল আরবাহ নিজেদের বিপদ জনক সীমানায় ফাউল করে বসে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ক্রি্স্টিয়ানো রোনালদো। ১৭তম মিনিটেই তাই এগিয়ে যায় আল নাসর।
রোনালদোর গোলে লিড নেওয়ার মিনিট দশেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন সাদিও মানে। ম্যাচের ২৯তম মিনিটেই এই তারকার গোলে আল নাসর এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পিছিয়ে পড়া আল আরবাহ প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের দ্বারা অব্যাহত রাখে নাসর। তবে গোলের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় তাদেরকে। কিছুটা গুছিয়ে নিয়ে রক্ষণকে সামলে রাখে আল আরবাহ। তবে বেশিক্ষণ সময় পারেনি।ম্যাচের ৭১তম মিনিটেই নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন সাদিও মানে। সেই সাথে আল নাসরের ৩-০ ব্যবধানের জয়ও নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০