স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। মার্টিন গাপটিলের ‘বিস্ফোর’ ইনিংসে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে গিয়ে জিতেছে কোয়েটা।
আগে ব্যাট করা করাচি কিংস অ্যাডাম রসিংটনের ফিফটিতে ১৬৪ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ইনিংস শেষের এক বল আগে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
১৬৫ রানের টার্গেটে খেলতে নামা কোয়েটা শুরুটা ভাল হয়নি। দলীয় ১৪ রানেই ফিরে যান ওপেনার ওমাইর ইউসুফ। তবে আরেক ওপেনার মার্টিন গাপটিল এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন গাপটিল। ৫৬ বলের ইনিংসে নয় চার ও চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২৯ রান করেন অধিনায়ক সরফরাজ আহমদ। ১০ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস।
করাচির হয়ে শামসি ২টি উইকেট লাভ করেন।
টস হেরে ব্যাট করতে নামা করাচি কিংস ৬ উইকেটে ১৬৪ রান তুলে। তবে শুরুটাও ভাল হয়নি কিংসদের। রানের খাতা খুলার আগেই ফিরে যান ওপেনার ম্যাথু উড। আরেক ওপেনার অ্যাডাম রিসিংটন এক প্রান্ত আগলে রেখে ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন দশ চার ও এক ছক্কায়। ৩০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। ২৩ রানে অপরাজিত থাকেন আমের ইয়ামিন।
কোয়েটার হয়ে নাসিম শাহ ও আমিল খান ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post