স্পোর্টস ডেস্ক:: জিততে জিততে হেরে গেলো পাকিস্তান। ব্যাট হাতে ইফতিখারের লড়াকু হাফ সেঞ্চুরির পরও পাকিস্তানকে হারতে হলো শেষ বলে। শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মেলাতে পারেনি পাকিস্তান। স্বাগতকিদের জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিলো ৫ রানের। জেমস নিশামের করা ওভারটির শেষ বলে ক্যাচ তুলে দেন নাসিম শাহ। তাতেই নিউজিল্যান্ডের ৪ রানের জয় নিশ্চিত হয়।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটিতে জিতে সফরকারী নিউজিল্যান্ড সিরিজের লড়াইয়ে ফিরছে। ২-১ সমতায় আছে সিরিজ। স্বাগতিক পাকিস্তান প্রথম দুই ম্যাচ জেতায় এগিয়ে আছে সিরিজে।
লাহোরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড টম লাথামের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৩ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন সফরকারী অধিনায়ক লাথাম। ৪৯ বলের ইনিংসে সাত চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৩৩ রান করেছেন ডেরিল মিচেল। ২৬ বলের ইনিংসে তিনি দুই চার ও এক ছক্কা হাঁকান। ১৬ রানে অপরাজিত থাকেন চ্যাম্পম্যান। ৮ রানে অপরাজিত থাকেন রচিন রবিন্দ্রা।
পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদী ও হারিস রউফ ২টি করে উইকেট লাভ করেন।
১৬৪ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান শুরুটা করে বিপর্যয় দিয়ে। দলীয় ৬ রানেই ফিরেন অধিনায়ক বাবর আজম। ১ রান আসে পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে। ৬ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ১৭ রান করেন ফখর জামান। অর্ধশতকের আগেই চার উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ৫৫ রানে ইমাদ ওয়াসিমের বিদায়ে পাঁচ উইকেট হারায় দলটি।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের হয়ে আট নম্বরে নামা ইফতিখার আহমদ ব্যাট হাতে প্রতিরোধ গড়েন। আড়াইশো স্ট্রাইক রেটে মাত্র ২৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ের সম্ভাবনা জাগান তিনি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে তিন চার ও ছয় ছক্কার ইনিংস শেষে দলীয় ১৫৯ রানে তার বিদায়ের পরই পাকিস্তানের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ বলে ৫ রানের সমীকরণ মেলাতে পারেননি নাসিম শাহ। পাকিস্তানকে থাই থেমে যেতে হয় ১৫৯ রানে।
নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post