স্পোর্টস ডেস্কঃ চেন্নাইয়ে প্রথম টেস্টে দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরতে পারতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হাসান মাহমুদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন এই ওপেনার। কিন্তু আম্পায়ার রড টাকারের কল না থাকায় বেঁচে যান রোহিত, আম্পায়ার্স কলই এ যাত্রায় বাঁচিয়ে দেয় তাঁকে। তবে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেন নি তিনি।
ষষ্ঠ ওভারে রোহিতকে (১০ বলে ৬) তুলে নিলেন হাসান। স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে। এরপর শুভমান গিলকেও ফেরান হাসান। ৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল। টিকতে পারেন ভারতের সবচেয়ে বড় তারকা ব্যাটার বিরাট কোহলিও। হাসানের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি।
চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারে ৩৪ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়েছে ভারত। সবগুলো উইকেট শিকার করেছেন হাসান। এখন উইকেটে আছেন যশস্বী জয়সাওয়াল ও ঋষভ পান্ত। এর আগে ১০ম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০