স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রমশই বিরোধ বাড়ছে ইমপ্যাক্ট সাব নিয়ম নিয়ে। দিন কয়েক আগেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের বিরোধিতা করেছেন প্রকাশ্যে। যা শোরগোল ফেলে দিয়েছে। এবার রোহিতকে সমর্থন দিয়ে ইমপ্যাক্ট নিয়মের বিরোধিতা করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার।
প্রোটিয়াদের এই ব্যাটার জানিয়েছেন, আইপিএল হওয়া উচিৎ আন্তর্জাতিক ক্রিকেটের মতোই। ক্রিকেট ১১ জনের খেলা, আর ১১ জন নিয়েই ক্রিকেট খেলা উচিত। এই নিয়মের কারণে অলরাউন্ডারদের বঞ্চিত করা হচ্ছে বলে মনে করেন মিলার।
মিলার বলেন, ‘সবাই সবার মতো করে মত দিবে। তবে আমি এই নিয়মের বড় ভক্ত নই। ক্রিকেট ১১ জনের খেলা এবং ১১ জনকে নিয়েই খেলা উচিৎ। রোহিত বলেছে আন্তর্জাতিক ক্রিকেট এমনটা নয়। আমিও একমত, এটাকে আন্তর্জাতিক ক্রিকেটের মতোই রাখা উচিত।’
‘এর (ইমপ্যাক্ট সাব নিয়মের) কারণে ৬ জন বোলার এবং ৮ জন ব্যাটার খেলছে। ম্যাচ থেকে অলরাউন্ডারদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। দিন শেষে সবকিছু (আইপিএলের) নিয়মের মধ্যে হচ্ছে ! আর আমাদেরকেও নিয়মের মধ্যে থেকে খেলতে হচ্ছে।’ যোগ করেন এই প্রোটিয়া তারকা
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post