স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি প্রধান কোচ চেয়ে নতুন বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান কোচ হিসেবে লম্বা মেয়াদে হাই-প্রোফাইল কাউকেই চায়। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ ফুরিয়ে এসেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হবে দ্রাবিড়ের চুক্তি। চাইলে তিনিও আবেদন করতে পারেন নতুন করে।
তবে পুনরায় ভারতের কোচ পদে দ্রাবিড়ের না থাকার সম্ভাবনাই বেশি। দীর্ঘ এক দশক ধরে কোনো বড় শিরোপা জিততে না পারা মেন ইন ব্লু’দের জন্য নতুন কোচই নিয়োগ দিতে চায় বিসিসিআই। গুঞ্জন উঠেছে রোহিত-কোহলিদের জন্য বেশ কয়েকজন কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে বোর্ড। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরকে দেওয়া হয়েছে কোচ হওয়ার প্রস্তাব। এছাড়াও তালিকায় আছেন অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।
তবে সরাসরি না বললেও, ভারতের কোচ হওয়ার যে আগ্রহ নেই সেটা বুঝিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচ ল্যাঙ্গার। জানিয়েছেন ভারতের মতো দলের কোচ হতে পারা বিশ্বের বড় ক্রিকেট চাকরি। এখানে চরম চাপ ও প্রত্যাশা থাকে। যে এই পদের জন্য বিবেচিত হবে, সে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে বলে মনে করেন সাবেক অজি তারকা।
ল্যাঙ্গার বলেন, ‘ভারতের প্রধান কোচ হওয়া নিশ্চিতভাবেই ক্রিকেট বিশ্বের সবচেয় বড় চাকরি। যে পরিমাণ ক্রিকেট খেলা হয়, প্রত্যাশা থাকে অনেক বেশি। এটা অসাধারণ চ্যালেঞ্জ হবে। একইসাথে দারুণ উপভোগ্য ও আইসিসি ট্রফি জয়ের ভালো সুযোগ হবে।’
আইপিএলে লক্ষ্ণৌ দলের কোচের দায়িত্বে থাকা ল্যাঙ্গার আরও বলেন, ‘রাহুল দ্রাবিড় আর রবি শাস্ত্রীও সম্ভবত একই কথা বলবে যে, ভারতীয় দলে জয়ের চাপ থাকে অতিমাত্রায়। আমি নিশ্চিত, দ্রাবিড়ের পরে যে দায়িত্ব নেবে সে এই প্রজেক্টে কাজ করতে মুখিয়ে আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post