স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিসিসিআইয়ের। আর এর জন্য এখন থেকে নতুন কোচ খুঁজার মিশনের নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন কোচ চেয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি দেবে বিসিসিআই। বিশেষভাবে উপদেষ্টা কমিটি করা হবে। সেই কমিটিই নতুন কোচের নাম প্রস্তাব করবে, আগ্রহীদের ইন্টারভিউ নিয়ে।
তবে চাইলে আবেদন করতে পারেবন সেখানে রাহুল দ্রাবিড়ও। তার যদি ইচ্ছা থাকে, তাহলে আবারও আবেদন করবেন। নতুন কোচ দেশি কিংবা বিদেশি, যে কেউই হতে পারেন। দীর্ঘ মেয়াদের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে। অন্তত তিন বছরের চুক্তি করা হবে নতুন কোচের সাথে।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যেই আগ্রহী প্রার্থীদেরকে ডাকব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে এসেছে। যদি আবারও তিনি আবেদন করতে চান, তাহলে করতে পারেন। আমরা দীর্ঘমেয়াদি কোচ চাচ্ছি, যে কি-না অন্তত তিন বছর আমাদের সাথে থাকতে পারবে। নতুন কোচ ভারতীয় না-কি বিদেশি হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা ঠিক করবে উপদেষ্টা কমিটি। আমরা এভাবেই কাজ করে আসছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post