স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুই দলের হাইভোল্টেজ লড়াইয়ে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেছে টস।
আর সেই টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন। মুম্বাইয়ের একাদশ থেকে বাদ পড়েছেন পিযূষ চাওলা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শ্রেয়াস গোপাল।
এদিকে ব্যাঙ্গালুরুর একাদশ থেকে বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন। তার পরিবর্তে ব্যাঙ্গালুরুর জার্সিতে অভিষেক হচ্ছে ইংলিশ ব্যাটার উইল জ্যাকসের। এছাড়াও দুটি পরিবর্তন হয়েছে দলটির একাদশে। মহিপাল লমরর ও বিজয়কুমার ভৈশক একাদশে ফিরেছেন।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ইশান কিষাণ, তিলক ভর্মা, টিম ডেভিড, মোহাম্মদ নবী, রোমারিও শেফার্ড, শ্রেয়াস গোপাল, যশপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজে ও আকাশ মাধওয়াল।
ইমপ্যাক্ট সাবঃ সূর্যকুমার যাদব।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, উইল জ্যাকস, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, মহিপাল লমরর, রিচ টপলি, বিজয়কুমার, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।
Discussion about this post