স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়ছে লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌর ঘরের মাঠে ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়।
আর টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস।
একাদশে এক পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাদ পড়েছেন কুমার কার্তিকেয়া। তার পরিবর্তে হৃত্তিক শোখেন একাদশে ফিরেছেন।
অপরদিকে লখনৌর একাদশে ফিরেছেন আফগানিস্তানের পেসার নাভীন উল হক, দীপক হুদারা। বিপরীতে বাদ পড়েছেন উইন্ডিজের কাইল মায়ার্স ও আভেশ খান।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, বিনোদ, নেহাল ভাদেরা, হৃত্তিক শোখেন, আকাশ মাধওয়াল, ক্রিস জর্ডান, পিযূষ চাওলা, ও জেসন বেহেরনডর্ফ।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ
ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), কুইন্টন ডি কক, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, নিকোলাস পুরান, প্রীরক মানকাড, আয়ূশ বাদোনি, স্বপ্নীল সিং, মহসিন খান, নাভীন উল হক, রবি বিষ্ণুই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post