স্পোর্টস ডেস্ক:: আরো একবার ম্যাচ জয়ী ইনিংস প্রায় খেলেই ফেলছিলেন টিম ডেভিড। ১২ বলে ৩০ বলের সমীকরণ তিনি প্রায় মিলিয়েই নিচ্ছিলেন। ১৯তম ওভারে ১৯ রান নিয়ে নেন মুম্বাইয়ের এই ব্যাটার। শেষ ওভারে গিয়ে নাটকীয় জয় পায় লখনৌ। আগের ওভারে ১৯ রান নেওয়া টিম ডেভিড এবার সফল হলেন না। ১১ রানের সমীকরণ মেলাতে গিয়ে ৫ রানের হার।
নিজেদের মাঠে আগে ব্যাট করা লখনৌ মার্কোস স্টয়নিসের ব্যাটে ৩ উইকেটে ১৭৭ রান তুলে। জবাবে খেলতে নামা মুম্বাই ৫ উইকেটে ১৭২ রানে থামে।
টস হেরে ব্যাট করতে নামা লখনৌ মার্কোস স্টয়নিসের ব্যাটে নির্ধারিত ওভারে তিন উইকেটে ১৭৭ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস। ৪৭ বলের ইনিংস সাজিয়েছেন চার চার ও আট ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেছেন কুনাল পান্ডিয়া। ১৬ রান এসেছে কুইন্টন ডি ককের ব্যাট থেকে।
মুম্বাইয়ের হয়ে জেসন ২টি উইকেট লাভ করেন।
১৭৮ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই ইষাণ কৃষাণ ও টিম ডেভিডের ব্যাটে প্রায় জিতেই যাচ্ছিলো। ২ ওভারে ৩০ রানের সমীকরণ শেষ ওভারে ১১ রানে নামিয়ে আনেন ডেভিড। তবে শেষ পর্যন্ত আর দলকে জেতাতে পারেননি। ৫ উইকেটে ১৭২ রানে থামে তার দল। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেছেন কৃষাণ। ৩৯ বলের ইনিংস সাজিয়েছেন আট চার ও এক ছক্কায়। ৩৭ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিন ছয় ও এক চারে ১৯ বলে ৩২ রানে অপরাজিত থেকেছেন টিম ডেভিড।
লখনৌের হয়ে ইয়াশ ঠাকুর ও রবি বিষ্ণু ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটােয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post