স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে এক ম্যাচ হাতে রেখেই হারিয়েছে নিউজিল্যান্ড। টানা দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউরা। সিরিজের তৃতীয় ওয়ানডেতে উইল ইয়ংয়ের ব্যাটে লঙ্কানদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
আগে ব্যাট করা শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কার হাফ সেঞ্চুরিতে ১৫৭ রান তুলে। জবাবে খেলতে নামা নিউজিল্যান্ড উইল ইয়ংয়ের দুর্দান্ত এক ইনিংসে ৩২.৫ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
১৫৮ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ডকে খুব একটা চাপে ফেলতে পারেনি লঙ্কান বোলাররা। উইল ইয়ং ও হেনরি নিকোলাসের ব্যাটে সহজেই জয় পেয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করে অপরাজিত থাকেন ইয়ং। ১১৩ বলে এগারো চারে সাজান নিজের ইনিংসটি। ৫২ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে তার সঙ্গী হন নিকোলাস।
শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা ২টি উইকেট লাভ করেন।
আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা কিউদের বোলিং তোপে ৪১.৩ ওভারে ১৫৭ রান তুলতে পারে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন পাথুম নিশাঙ্কা। ৬৪ বলের ইনিংসে আট চার ও এক ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ২৪ রান আসে হাসরাঙ্গা ডি সিলভার ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, ডেরিল মিচেল ও হেনরি শেপরি ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post