নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠে সিরিজ হারতেই যেন ভুলে গিয়েছিল বাংলাদেশ দল। তবে সেই জায়গায় ছেদ পড়েছে এবার। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
এবার আফগানিস্তানের বিপক্ষেও এই ফরম্যাটে ঘরের মাঠে হার নিশ্চিত হয়েছে। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ হেরেছে টাইগাররা। এবার সেই রেকর্ড আরও লজ্জার হতে চলেছে।
আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জা চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সেই ম্যাচ।
এই ম্যাচে যদি হার দেখে বাংলাদেশ, তাহলে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে টাইগাররা। এছাড়া ২০১৪ সালের পর ঘরের মাঠে প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। যা কিনা লজ্জার লিটন-সাকিবদের জন্য। পুরো বাংলাদেশ দল তাই মান রক্ষা করতে সাগরিকায় খেলতে নামবে এদিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post