স্পোর্টস ডেস্কঃ ইংলিশ ফুটবলে ১৯৩৮ সালের পর ব্রেন্টফোর্ডের কাছে হারেনি লিভারপুল। তবে সোমবার রাতে ৮৫ বছর পর সেই দলের কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হলো অলরেডদের। ২৮ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ছয়ে। ৮৫ বছর পর অলরেডদের বিপক্ষে পাওয়া প্রথম জয়ে ব্রেন্টফোর্ড উঠে এসেছে সপ্তম স্থানে। তাদের পয়েন্ট এখন ২৬।
ব্রেন্টফোর্ডের ব্রায়ান এমবিউমোর ৮৪তম মিনিটে করা গোলটি মেনে নিতে পারছেন না লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ। ম্যাচ শেষে এই জার্মান কোচ জানান, গোলের আগে ব্রায়ান অলরেড ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকে ফাউল করেছেন। গোল করার আগে কোনাতেকে ধাক্কা দিয়ে ফেলে দেন ব্রেন্টফোর্ডের ব্রায়ান।
ম্যাচ শেষ ক্লপের ক্ষোভ তাই রেফারির ওপর। ইংলিশ ফুটবলে ২০০৮ সালে অভিষিক্ত রেফারি স্টুয়ার্ট আত্তোয়েল প্রসঙ্গে ক্লপ বলেন, ‘ব্রেন্টফোর্ড অবশ্যই ভালো খেলেছে। তবে ওদের তৃতীয় গোলকে শ্রদ্ধা জানাতে পারছি না। আমি বলছি না, রেফারিকে আমাদের পক্ষে বাঁশি বাজাতে হবে। কিন্তু ফাউল মানে ফাউল, কাউকে আটকে রাখা মানে আটকে রাখা, কাউকে ধাক্কা দেওয়া মানে ধাক্কাই দেওয়া। তারা এটা করতে পারে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post