স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি একক ভাবে আয়োজনে ভারতের সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত পারছে না পাকিস্তান। ভারতের আপত্তির মুখে ‘হাইব্রিড’ মডেলেই হতে যাচ্ছে আগামি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের পক্ষেই যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত পরিস্কার জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে যাবে না খেলতে। ফলে বাধ্য হয়েই ভারতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে আইসিসি।
সংবাদ সংস্থা পিটিআই ও আনন্দবাজার জানিয়েছে, ভারত হাইব্রিড মডেলে নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকী ম্যাচগুলো পাকিস্তানেই অনুষ্টিত হবে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখনো আনুষ্ঠানিক ভাবে নিজেদের সিদ্ধান্ত জানায়নি। বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। আগামি শনিবার আইসিসির বৈঠক হবে। এরপরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি নিজেদের মনোভাব জানাবে। একই সঙ্গে প্রয়োজনে ভোটাভুটি হতে পারে। তবে সেক্ষেত্রে প্রায় সবার মতামত ভারতের পক্ষেই থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই পরিকল্পনা করেই এগুচ্ছে। শুধু ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সম্প্রচারের জন্য আইসিসি স্টার ইন্ডিয়ার কাছে স্বত্ব বিক্রি করেছে ৬ হাজার ৩শ ৫২ কোটি টাকায়।
স্টার ইন্ডিয়া শুধু ভারতে সম্প্রচারের জন্য এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচ ভারতে সম্প্রচার করবে স্টার ইন্ডিয়া। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ভারত না খেললে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে আইসিসিকে দিতে হবে ৫ হাজার ৭শ ১৬ কোটি টাকা। তাছাড়া আইসিসির লভ্যাংশের বড় একটা অংশ আসে ভারত থেকেই।
ফলে সব দিকের চাপ মিলিয়েই আইসিসি শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে রাজি হচ্ছে। আইসিসি-র একজন শীর্ষ কর্তা পিটিআই-কে বলেছেন, “সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটাই সকলের জন্য ভাল হল।”
তবে আইসিসি পাকিস্তানকেও একদম হতাশ করছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত তাদের দেশে খেলতে না গেলে তারাও ভারতে খেলতে যাবে না। আপাতত ২০২৭ সাল পর্যন্ত আইসিসি পাকিস্তানের এই দাবি মেনে নিয়েছে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক ভারত। আইসিসি সেটা হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান মহিলা দল নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলবে।
এর বাইরে ভারতে পুরুষ টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক শ্রীলঙ্কাও। ফলে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০