স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ধরাশায়ী করেছে বার্সেলোনা। পিএসজিকে তাদেরই ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে কাতালানরা। পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচে জোড়া গোল করেছেন বার্সা তারকা রাফিনহা।
তবে এই ব্রাজিলিয়ান এতেই সন্তুষ্ট থাকতে চান না। তিনি মনে করেন লড়াই এখানেই শেষ হয়ে যায়নি। অতীতে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিছিয়ে পড়ার রেকর্ড রয়েছে। তাই সতর্ক থাকতে চান। তবে এই ফুটবলার মনে করেন দারুণ একটি রাত কাটিয়েছেন। নিজেদের গেল কয়েকদিনের পরিশ্রমের ফল পেয়েছেন ভালোভাবেই।
ম্যাচ শেষে রাফিনহা বলেন, ‘অসাধারণ একটি রাত কাটল। কেবল আমার জন্য নয়, পুরো দলের জন্যই। দশ দিন ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। এখন এরকম একটি মাঠ থেকে এভাবে ফেরা, সমর্থকদের দারুণ সমর্থন পাওয়া, সবকিছুই আমাদের জন্য খুবই ইতিবাচক। এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখনই লড়াইটা শেষ হয়ে যায়নি।’
আগামী মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজিকে আতিথ্য দেবে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ায়, এই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে বার্সা। তবে অতীত ইতিহাস বলছে, নির্ভার হওয়ার সুযোগ নেই একেবারেই।
Discussion about this post