স্পোর্টস ডেস্কঃ লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে দেশে ফিরেন তিনি। বিমানবন্দরের ভিআইপি পার্কিং থেকেই গাড়িতে উঠে চলে যাওয়ায় তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি কোনো গণমাধ্যমকর্মীর। হাত নেড়ের বিমানবন্দর ছাড়েন তিনি।
গত ৬ জুলাই চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন ডেকে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেও চলে যান ছুটিতে। পরিবার নিয়ে কয়েক দিন দুবাই ঘুরে লন্ডনে যান কোমরের চিকিৎসা করাতে। সেখান থেকেই ফিরলেন আজ।
পিঠের তীব্র ব্যথার জন্য লন্ডনে চিকিৎসা নিয়েছেন তামিম। বাঁহাতি এই ওপেনারের মূল সমস্যা মেরুদন্ডের কোমরের দিকের অংশে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাঁর মেরুদন্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দু’টি ইনজেকশন দেয়া হবে। গত বৃহস্পতিবার প্রথম ইনজেকশন নেন তামিম।
এরপর গত শুক্রবার তামিম নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন। জানা গেছে দেশে ফিরে আসা এই ক্রিকেটার বিশ্রামে থাকবেন। দু’সপ্তাহ পর অনুশীলনে ফেরার কথা রয়েছে তাঁর। কিন্তু আবারও যদি ব্যাথা অনুভব করেন তিনি, তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে। এদিকে বিশ্রামের মধ্যেই বিসিবির সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে পারেন তামিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post