স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন পিএসজি তারকা ফুটবলার নেইমার। ইনজুরির পর তাঁকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখে পিএসজি মেডিকেল টিম। নেইমারের স্ক্যান রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি।
পিএসজি জানিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে নেইমারের লিগামেন্ট। আগামী সপ্তাহে আরও পরীক্ষা করানো হবে এই ব্রাজিলিয়ান তারকার। এতে করে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। পিএসজি এক বিবৃতিতে জানায় এই খবর, ‘আজকেও একাধিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে নেইমার জুনিয়রের অ্যাঙ্গেল মচকে যাওয়ার পাশাপাশি লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহে আরও কিছু পরীক্ষার পর করণীয় ঠিক করা হবে।’
নেইমারকে কতদিন বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত করেনি পিএসজি। তবে সাধারণ লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে কোন খেলোয়াড়কে লম্বা সময়ের জন্যই বাইরে থাকতে হয়। নেইমার এবার চোট পাওয়ার পর পিএসজি কোচ ক্রিস্তোফার গালতিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চোট কোনো দুর্ভাগ্য নয়, বরং ঠাসা সূচির ফলাফল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post