স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ড্র করলেও প্রথম লেগের ১-০ গোলের জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ২-১ গোলে। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লাইপজিগকে আতিথ্য দেয় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে একদম অকপট আনচেলত্তি। তিনি বলেন, ‘বাজে ম্যাচ ছিল এটি, তাড়না ছিল একদমই কম। মানসিক দিকগুলো আমাদের খেলায় প্রভাব ফেলেছে। মানসম্পন্ন একটি দলের বিপক্ষে খেলেছি আমরা, যাদের হারানোর কোনো ভয় ছিল না এবং শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে গেছে। আমরা ভুগেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোয়ার্টার-ফাইনালে যাওয়া এবং আমরা তা পেরেছি।’
ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায় নি রিয়াল। তাদের গোলটা এসেছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। তাঁকে দারুণ পাস দিয়েছেন বেলিংহাম। ৬৫ মিনিটে পাওয়া সেই গোলে এগিয়ে যাওয়ার স্বস্তিটা অবশ্য খুব বেশিক্ষণ ছিল না রিয়ালের। মিনিট তিনেক পরেই লাইপজিগের উইলি অরবান শোধ করে দেন সেই গোল। ম্যাচে ফেরে সমতা। এরপর অবশ্য আর কোনো গোল হয় নি শেষ পর্যন্ত।
যদিও গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে লাইপজিগ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। যোগ করা সময়ে গোল তো প্রায় পেয়েই যাচ্ছিল জার্মান দলটি; কিন্তু দুর্ভাগ্যের ফেরে দানি ওলমোর বুক দিয়ে বল নামিয়ে নেওয়া শট লাগে ক্রসবারে। ফলে হতাশা নিয়েই তাই মাঠ ছাড়তে হয় লাইপজিগকে। হাফ ছেড়ে বাঁচা রিয়াল কোয়ার্টার ফাইনালে উঠে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post