স্পোর্টস ডেস্ক:: ছোট দলের বড় তারকা ছিলেন সন্দীপ লামিচানে। জাতীয় দলসহ আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন। নেপাল ক্রিকেটের বড় তারকা ছিলেন। এবার তার ক্যারিয়ারে ঘটলো ছন্দপতন। কিশোরী ধর্ষণ কাণ্ডে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন এই তারকা।
লামিচানের বিরুদ্ধে ধষর্ণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার নেপালের একটি আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ৫ লাখ নেপালি রুপিও জরিমানা করা হয় তাকে।
আদালতের আদেশের এক দিন পরেই নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন লামিচানকে নিষিদ্ধ করে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলতে পারবেন না এই তরুণ লেগ স্পিনার। যদিও তার আইনজীবি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন তিনি।
লামিচান জাতীয় দলের হয়ে ৫১টি ওয়ানডেতে ১১২ উইকেট শিকার করেছেন। ৫২ টি-২০ ম্যাচে তার নামের পাশে রযেছে ৯৮ উইকেট। নেপালের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আলো ছড়াচ্ছিলেন তিনি।
নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘আমরা জানাচ্ছি যে আদালত থেকে শাস্তি পাওয়ার পর, সন্দীপ লামিচানেকে সমস্ত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post