স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষকেরা ইউরো ২০২৪–এর সেরা ১০টি গোল বেছে নিয়েছেন। এর মধ্যে লামিন ইয়ামালের গোলটি ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ বা টুর্নামেন্টের সেরা গোল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক গোলে স্পেনকে সমতায় ফেরান ইয়ামাল। সেমি-ফাইনালের সেই গোলই টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।
দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে শেষ ষোলোয় স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের ওভারহেড কিকের গোল। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বক্সের বাইরে থেকে শটে করা সুইজারল্যান্ডের জেরদান শাকিরির গোলটি হয়েছে তৃতীয়। সেরা গোল বেছে নেওয়ার ব্যাপারে উয়েফার ওয়েবসাইটে বলা হয়েছে, জার্মানিতে অনুষ্ঠিত ইউরোয় প্রতি ম্যাচেই উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষক দল ছিল। কোচিংয়ের দৃষ্টিকোণ থেকে তাঁরা প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post