স্পোর্টস ডেস্ক:: রেফারি দেখিয়ে ছিলেন লাল কার্ড। তাতে আরো ক্ষিপ্ত হয়ে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন ক্রিষ্টিয়ানো রোনালদো। এবার তাই শাস্তি বাড়লো তার। আল নাসরের তারকাকে পরবর্তী দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
শুধু নিষিদ্ধই নয়, সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে সিআর সেভেনকে। সৌদী সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে আল নাসরের তারকা রোনালদো লাল কার্ড দেখে চিলেন।
২-১ গোলে হারের সেই ম্যাচটিতে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বিবাদে জড়ান তিনি। এক ভিডিওতে দেখা যায় রেফারির মুষ্টিবদ্ধ হাত তুলে কি যেন দেখাচ্ছেন রোনালদো। ম্যাচ রেফারি যে রিপোর্ট জমা দেন, তার উপর ভিত্তি করে রোনালদোকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে এই তারকাকে।
দুই নিষিদ্ধ হওয়ায় সৌদী প্রো লিগেও আল ফেইহা ও আল খালিজের বিরুদ্ধে খেলতে পারবেন না রোনালদো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post