নিজস্ব প্রতিবেদক:: ইমরুল কায়েস। টাইগার ক্রিকেটে ‘অবহেলিত’ ক্রিকেটার বলা হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে যখন ফর্মের তুঙ্গে থাকেন সুযোগ মেলে না জাতীয় দলে। আবার জাতীয দলে যখন থাকেন কখনো কখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আবার কখনো কখনো পাননি পর্যাপ্ত সুযােগও।
পারফর্ম করেও মাঝে মধ্যে জাতীয দল থেকে বাদ পড়তেন। একবার বাদ পড়লেই লম্বা বিরতি হয়ে যেতো। আবার যখন সুযোগ পেতেন সেটাও দু’এক ম্যাচের বেশি না। সেই ইমরুল কায়েস এবার লাল বলের পথচলা থামিয়ে দিচ্ছেন। টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়ে দিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটেও আর দেখা যাবে না তাকে।
চলমান ৩৬তম জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে লাল বলে নিজের শেষ ম্যাচ খেলবেন ইমরুল। মিরপুরের হোম অব ক্রিকেটে শনিবার খুলনার বিপক্ষে মাঠে নামবে ঢাকার বিপক্ষে নিজ বিভাগ খুলনার হয়ে শেষবার প্রথম শ্রেণীর ক্রিকেটে মাঠে নামবেন তিনি। চতুর্থ রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষ প্রথম ইনিংসে শুন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে খেলনার হার ঠেকিয়েছেন তিনি। ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ইমরুলের।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান ইমরুল। ফেসবুকে ভিডিও বার্তার ক্যাপশনে লিখেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’
ইমরুল কায়েসের ফেসবুক পেজের পোস্টে এ ক্যাপশন দেখেই বিষয়টি আন্দাজ করে নেওয়া যায়। টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্যাপশনের সঙ্গে ভিডিও বার্তায় ক্লিক করে জানা গেল আরও বিশদ, আগামী শনিবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরুল।
ভিডিও বার্তায় মিরপুরের গ্যালারিতে বসে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে চাচ্ছি। আমি খুব শিগগিরই আমার ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ বাংলাদেশ দলের ড্রেসিংরুমে বসে ইমরুল এরপর বললেন, ‘আমি আগামী ১৬ নভেম্বর (শনিবার) আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণির ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের, (ক্যারিয়ারের) ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
তবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ও টি-২০ ফরম্যাট নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। অর্থাৎ বুঝাই যাচ্ছে সাদা বলের ক্রিকেট এখনো চালিয়ে যাবেন ইমরুল কায়েস। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ইমরুল। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেনে দিবারাত্রির সেই টেস্টই হয়ে থাকলো তার শেষ টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০