স্পোর্টস ডেস্কঃ আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী আসরের জন্য ডেজার্ট ভাইপার্স জার্সি উন্মোচন করেছে। লাল রংয়ের এই জার্সি পরে মরুর বুকে ঝড় তুলতে প্রস্তুত আদানি স্পোর্টস লাইনের মালিকাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দলের প্রত্যেক সদস্যের মাঝেই উচ্ছ্বাস বইছে নতুন জার্সিতে।
ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক কলিন মুনরো। তিনি তো আরও একধাপ এগিয়ে। পছন্দের রংয়ের জার্সি পেয়ে বেশ খুশি বাঁহাতি তারকা। মুনরো বলেন, ‘এটা দারুণ জার্সি। আমার স্ত্রী সবসময় বলে লাল আমার রং। আমরা এটা পরে খেলার জন্য মুখিয়ে আছি।’
টুর্নামেন্ট খেলতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন মুনরো। আর এখানে আসাটা উপভোগ করছেন বেশ তিনি। মুনরো বলেন, ‘এখানে থাকতে পেরে অনেক ভালো লাগছে, সবার সঙ্গে সাক্ষাত করেছি। এখনো স্কোয়াডের সবাই আসেনি। আশা করছি আজ-কালের মধ্যে সবাই চলে আসবে।’
এদিকে ডেজার্ট ভাইপার্স তাদের কমার্শিয়াল পার্টনার হিসেবে দুটি সংস্থার নাম ঘোষণা করেছে। দলটির টিম স্পন্সর হয়েছে ব্যাটউইনার ও আমব্রো। ডেজার্ট ভাইপার্সের প্রিন্সিপাল পার্টনার ব্যাটউইনার। এদিকে ৯৯ বছর ধরে উচ্চমানের ক্রীড়াপোশাক উৎপাদন করে আসছে আমব্রো। ডেজার্ট ভাইপার্সের সঙ্গে চুক্তি করার মাধ্যমে তারা প্রথমবার ক্রিকেট কিট উৎপাদন করতে যাচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post