স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম পেলেন দারুণ এক স্বীকৃতি। ২০২৩-২৪ লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ইংলিশ এই তারকা। চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২৮ ম্যাচে ১৯ গোলের পাশাপাশি ৬ গোলে সহায়তা করেছেন বেলিংহাম। তাতে জুটেছে মৌসুম সেরার স্বীকৃতি।
পুরস্কার জিতে এক ভিডিও বার্তায় বেলিংহাম বলেন, ‘এই ট্রফির জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করাটা সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এ পুরস্কার আমি আমার সতীর্থ, সব স্টাফ এবং কোচকে উৎসর্গ করতে চাই। পাশাপাশি সমর্থকদের কথাও বলতে হয়। এটা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার।’
আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের জার্সিতে মাঠে নামার কথা রয়েছে বেলিংহামের। এই ম্যাচে জিতলে ব্যালন ডি’অর জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে ইউরোর লড়াই তো আছেই!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post