স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের অধিনায়ক ছিলেন জামাল ভুঁইয়া। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে জামালকে দলেই রাখেননি। ঘরোয়া ফুটবলে এ বছর আবাহনীতে খেলার কথা ছিলো তার।
৫ আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র। জামালকে আর দলে নেয়নি আবাহনী। দল বদলে অন্য কোনো ক্লাবও জামালকে নেয়নি। দল না পাওয়াতে প্রিমিয়ার লিগই খেলা হচ্ছে না এই ফুটবলারের। অবসর সময়ে তাই ছিলেন ডেনমার্কে।
তবে এখন ঢাকায় অবস্থান করছেন জামাল। বাফুফের অধীনে কোচিং কোর্স করতেই ঢাকায় এসেছেন তিনি। বাফুফে ভবনে আজ শুরু হওয়া বাফুফে-এএফসি এ ডিপ্লোমা কোর্সে (পর্ব-১) অংশ নিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক। জামালের সঙ্গী হিসেবে এই কোর্সে আরো আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়, কোচ। ২৪ জন অংশ নিচ্ছেন কোর্সটিতে। আছেন বিদেশীরাও।
এএফসি এ ডিপ্লোমা কোর্সের গুরুত্ব বেশ। জাতীয় দলের সাবেক-বর্তমান খেলোয়াড়েরা এই কোর্স করলে সরাসরি প্রো লাইসেন্স করতে পারবেন। বাফুফে ভবেন ১২ দিনের কোর্সটি পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী ও বাফুফের ইন্সট্রাক্টর জুলফিকার মাহমুদ মিন্টু।
জামাল আজ বাফুফেতে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। সেখানে অবধারিত ভাবেই উঠে এসেছে লেস্টার সিটির তারকা দেওয়ান হামজা চৌধুরীর নামও। ইংলিশ লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে খেলতে আসছেন। এ নিয়ে উৎফুল্ল জামাল বলেছেন, ‘এটা বিশাল বড় ব্যাপার। হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলছেন , প্রিমিয়ার লিগে খেলছেন। হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো। হামজা আসলে সবার জন্য ভালো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০