স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম জয় পেয়েছে লিভারপুল। সোমবার এভারটনকে ২-০ গোলে হারায় লিভারপুল। অ্যানফিল্ডে ৩৬তম মিনিটে সালাহর গোলে এগিয়ে যাওয়া দল দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় কোডি হাকপোর গোলে।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। প্রথমার্ধে একাধিক আক্রমণের পর স্বাগতিকেরা সালাহর সৌজন্যে প্রথম সফলতা পায়। ৩৭ মিনিটে নুনেজের ক্রসে এভারটনের জালে বল পাঠান সালাহ। এই গোলেই অ্যানফিল্ডে শততম গোলের রেকর্ড গড়লেন এই মিশরীয় ফরোয়ার্ড।
বিরতির পর মাঠে ফিরে ৪ মিনিটের মধ্যেই আলেকজান্ডার-আরনল্ডের ক্রস থেকে ব্যবধান বাড়ান গাকপো। লিভারপুলের জার্সিতে এটি ২৩ বছর বয়সী ডাচ ফরোয়ার্ডের প্রথম গোল। ওই গোলটাই আসলে ম্যাচ থেকে ছিটকে দেয় এভারটনকে।
এ জয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ৯ নম্বরে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের ২১ ম্যাচে পয়েন্ট ৫১, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। হেরে অবনমন অঞ্চলেই রয়ে গেছে এভারটন, ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ওরা লিগের ১৮ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post