স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে রোববার ঘটে বড় অঘটন। শিরোপা জয়ের দৌড়ে থাকা আর্সেনালকে হারিয়েছে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়ন। শেষ সাত ম্যাচের পাঁচটিতে পয়েন্ট হারিয়ে শিরোপা ম্যানচেস্টার সিটির ঘরে তুলে দিল গানাররা! রোববার রাতের ম্যাচে তারা প্রতিপক্ষের মাঠে গিয়ে ৩-০ গোলে হেরেছে।
দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে পরাজিত হওয়ায় শিরোপার আশা একেবারেই গেছে আর্সেনালের। মিকেল আর্তেতার দল ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্টে শীর্ষে সিটি। খুব নাটকীয় কিছু না ঘটলে এই মৌসুমে লন্ডনের ক্লাবটির লিগ জেতার সম্ভাবনা শেষই বলা যায়।
ব্রাইটনের কাছে হেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্সেনাল কোচ। লিগ জেতার সম্ভাবনা প্রায় শেষ, মেনে নিয়েছেন আর্তেতা। তিনি বলেন, ‘গাণিতিকভাবে শিরোপা জেতা নিয়ে চিন্তা করা অসম্ভব। আমাদের ম্যাচের ফলাফল এবং দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স মেনে নিতে হবে, বুঝতে হবে কেন এটা হয়েছে এবং ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে হবে।’
লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি সঙ্গে আর্সেনালের ব্যবধান ৪ পয়েন্টের। তবে ব্রাইটনকে হারিয়ে আর্তেতার দলের সামনে সুযোগ ছিল তা কমিয়ে আনার। কিন্তু নিজেদের মাঠে সমর্থকদের হতাশ করে তারা। আর্তেতা বলেন, ‘এক সপ্তাহ আগে এখানে দাঁড়িয়ে আমি দল নিয়ে গর্ববোধ করেছিলাম এবং আজ দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। এটা গ্রহণযোগ্য নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post