স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর জয় পেয়েছে আর্সেনাল। শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ছয় গোলের ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে ফিরল তারা। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। ভিলার দুই গোলদাতা আর্থার ওয়াটকিন্স ও ফিলিপে কৌতিনহো। অন্যদিকে গানারদের হয়ে গোল পেয়েছেন বুকায়ো সাকা, অ্যালেক্সান্দার জিনচেঙ্কো ও মার্তিনেল্লি। অন্য গোলটি আত্মঘাতী।
ভিলা পার্কে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই ওয়াটকিন্সের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ম্যাথু ক্যাশের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুণি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ওয়াটকিন্স। ১৬ মিনিটে দলকে সমতায় ফেরান সাকা। বাঁ পায়ের শটে জালবন্দি করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
৩১ মিনিটে আবার এগিয়ে যায় ভিলা। বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো পাস এমিলিয়ানো বুয়েন্দিয়া আলতো ছোঁয়ায় পাঠান কৌতিনহোর কাছে। ডি-বক্সে বল পেয়ে নিচু শটে দলকে লিড এনে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৬১ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। মার্টিন ওডেগারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই জোরালো শট নেন জিনচেনকো। তার বুলেট গতির শট ফেরাতে ব্যর্থ হন ভিলার গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেজ।
ম্যাচ যখন ড্রয়ের পথে হাঁটছিল তখনই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় গানাররা। তাঁর অবশ্য কিছুই করার ছিল না। জর্জিনিয়োর নেয়া জোরালো শট ক্লিয়ার করতে ঝাপিয়ে পড়েন তিনি। বল বারে লেগে ফিরে আসার পথে তার মাথায় লেগে আবার জালে জড়ায়। শেষ গোলটা অবশ্য উপহারই দিয়েছেন মার্টিনেজ।
শেষদিকে কর্নারের সুযোগ কাজে লাগাতে নিজের পোস্ট ছেড়ে আর্সেনালের বক্সে চলে এসেছিলেন তিনি। কর্নার ফেরানোর পর পাল্টা আক্রমণে ফাঁকা পোস্ট পেয়ে যান ফাবিও ভেইরা। বেশ খানিকটা এগিয়ে তিনি বল বাড়ান মার্তিনেল্লিকে। ফাঁকা পোস্টে অনায়াসে বল জড়িয়ে নেন তিনি। ২৩ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৫৪। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি দিনের পরের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। সিটি এই ম্যাচ জিতলে আবার শীর্ষস্থানে ফিরবে। ফরেস্ট এই মৌসুমে বেশ ধুঁকছে। তলানীতে থাকা এই দলের বিপক্ষে জয় সময়ের অপেক্ষা মাত্র সিটিজেনদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post