স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগ শিরোপার সুবাস পাচ্ছিল আর্সেনাল। কিন্তু লিভারপুলের পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ড্র করে হাতের নাগালে চলে আসা শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে গানাররা। লন্ডন স্টেডিয়ামে রোববার (১৬ এপ্রিল) এগিয়ে থেকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
লন্ডন স্টেডিয়ামে ৭ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তিন মিনিট পরই ব্যবধান বাড়ায় তারা। ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লতির পাস থেকে মার্টিন ওডেগার্ড গোলের খাতায় নাম লেখান। ৩৩ মিনিটে আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল তাঁরই স্বদেশি ওয়েস্ট হামের লুকাস পাকেতাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে ব্যবধান কমান সাইদ বেনরাহমা। ৫৪ মিনিট জারড বাওয়েনের গোলে সমতা আনে লন্ডনের দলটি।
এই ড্রতে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট দাঁড়ালো আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি চার পয়েন্টে পিছিয়ে আছে। আগামী ম্যাচে ম্যানসিটি জয় পেলে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র এক পয়েন্টে। আগামী ২৭ এপ্রিল ম্যানসিটির মাঠে মুখোমুখি হবে আর্সেনাল। ওই ম্যাচে হারলেই শিরোপা একপ্রকার হাতছাড়া হয়ে যাবে গানারদের।
Discussion about this post