নিজস্ব প্রতিবেদক:: জাতীয় দলের অধিনায়ক লিটন দাস আছেন ঢাকার স্কোয়াডে। তবে বিপিএলের জন্য দেশীয় এই তারকার উপর ভরসা করেনি ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ঢাকার অধিনায়কত্ব করবেন লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। তিন বছর আগে আন্তর্জাতি ক্রিকেট ছাড়া এই ক্রিকেটারের হাতেই অধিনায়কত্ব তুলে দিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলের একাদশতম আসর শুরুর আগের দিন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক নির্বচন করেছে।ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরাকে। যিনি এখন কেবল ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেি খেলছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায় আজ অনুশীলনের আগে অধিনায়ক ঘোষণা করা হয়েছে, ‘ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরারের কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন। ‘ফ্র্যাঞ্চাইজি আশা করছে বিপিএলের এগারোতম আসরে পেরারার নেতৃত্বে তারা বড় কিছু অর্জন করবে।’
বিপিএল শুরুর দিনই মাঠে নামবে ঢাকা। ৩০ ডিসেম্বর হোম অব ক্রিকেটে ঢাকার প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ঢাকাকে নিয়ে বিপিএলে এখন পর্যন্ত তিনটি দল অধিনায়ক নির্বাচন করতে পেরেছে। বাকী ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো অধিনায়কদের নাম ঘোষণা করতে পারেনি্
ঢাকা ক্যাপিটালসের আগে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স নিজেদের অধিনায়কদের নাম জানায়। বরিশালকে নেতৃত্ব দেবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। নুরুল হাসান সোহানকে দেখা যাবে রংপুরের নেতৃত্বে।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:: সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই, থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকেনজাই, চতুরঙ্গ ডি সিলভা, জহুর খান, রিয়াজ হাসান, শাহনেওয়াজ দাহানি, পিয়ের কোটজে, সুবাশ রঞ্জন।
ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০