স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের তারকা লিটন দাসের বদলী হিসেবে অস্ট্রেলিয়ানকে ক্রিকেটারকে দলে নিয়েছে করাচ কিংস। পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে মাঠে নামতে পারেননি। চোটে ফিরে আসছে দেশে।
লিটন দাস ইতিমধ্যে পাকিস্তানে চলে যানও। সেখানে আঙুলের চোট পান তিনি। এরপরই তাকে দেশে ফিরে আসতে হচ্ছে। আপাতত দুই সপ্তাহ থাকতে হবে বিশ্রামে। পাকিস্তান থেকে না খেলেই তাই দেশে ফিরছেন এই তারকা।
লিটনের পিএসএল শেষ হয়ে যাওয়ার পরই করাচি কিংস তার জায়গায় অজি ক্রিকেটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে। অস্ট্রেলিয়া হয়ে ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন বেন ম্যাকডারমট। এছাড়াও দক্ষিণ আফ্রিকার এসএটি-২০, শ্রীলঙ্কার এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। লিটন বাদ পড়ায় এবার খেলছেন পিএসএল।
লিটন দাস নিজের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। সেজন্য অন্তত দুই সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। বিষয়টি নিয়ে এ নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি লিটন আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফেরার পর দেখে তারপর বলতে পারব কী অবস্থা।’
পিএসএল মিস করা লিটন দাস ফেসবুকে দলের প্রতি শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘ করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি খুব মুখিয়ে ছিলাম। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা ভিন্নরকম। প্র্যাকটিসের সময় আমি আঙুলে চোট পাই। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, যেটা সারতে অন্তত ২ সপ্তাহ লাগবে। তাই দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি দেশে ফিরে আসছি এবং আপনাদের দোয়া ও ভালোবাসা চাচ্ছি যাতে দ্রুত সেরে উঠতে পারি। আমার দল করাচি কিংসের জন্য অনেক শুভকামনা রইল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০