স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড ম্যাচের প্রথম বলেই উইকেট দিয়ে আসেন লিটন দাস। টস হেরে আগে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বল থেকে আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলেন বাংলাদেশের ওপেনার। ট্রেন্ট বোল্টের করা ডেলিভারিটি ছিল পায়ের ওপর। ক্রিজ ছেড়ে কয়েক পা এগিয়ে ফ্লিক করেন লিটন। ফাইন লেগে ‘ভালো’ ক্যাচ মুঠোয় জমান ম্যাট হেনরি। গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়েন লিটন।
বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস বললেন, লিটনের শটের ভাবনায় কোনো ভুল ছিল না এবং ব্যাটারদের এরকমই সাহসী দেখতে চান তারা। পোথাস বলেন, ‘লিটন তো ইতিবাচক একটি বার্তা দিয়েছে। বল যদি ৫ গজ এদিক-সেদিক যেত, তাহলে বাউন্ডারি হতো। তাহলে এখন এই আলোচনাই হতো না। আমরা চাই, আমাদের ব্যাটসম্যানরা সাহসী হোক।’
পোথাস আরও বলেন, ‘লিটনের একটি পরিকল্পনা ছিল। বোল্ট দারুণ মানসম্পন্ন বাঁহাতি পেসার। আমরা দেখেছি, তার সামনে লোকে স্রেফ জায়গায় দাঁড়িয়ে থেকে খেললে কী হয়। আমার তাই কোনো আপত্তি নেই (তার শট নিয়ে)।’
এদিকে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের মতে, শটটি ভিন্নভাবে খেলতে পারতেন অভিজ্ঞ লিটন। এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি তারকা বলেন, ‘লিটন দাস অনেক দিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের সংস্করণ। ফাইন লেগ যদি পিছে থাকে, তাহলে সিঙ্গেল নাও। এসব কি লিটনকে আমাদের বলতে হবে?’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post