নিজস্ব প্রতিবেদকঃ খুলনা টাইগার্সের করা ২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের দ্বিতীয় বলে পেসার শফিকুল ইসলামের বলে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস। এরপর অবশ্য মাঠে নামতে হয় নি এই ওপেনারের। জনসন চার্লস ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে বড় জয় পায় কুমিল্লা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে লিটনের আপডেট জানিয়ে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, ‘লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো চিড় নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।’
চার্লসের দানবীয় ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় কুমিল্লা। ৫৬ বলে ৫ চার ও ১১ ছক্কায় এ ক্যারিবিয়ান খেলেন হার না মানা ১০৭ রানের ইনিংস। তাকে দারুণ সহায়তা করেছেন পাকিস্তানি ব্যাটার রিজওয়ানও। ৩৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৭৩ রান।
লিটনের ইনজুরির পর কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল কুমিল্লা, এমনটাই জানিয়েছেন ইমরুল। তিনি বলেছেন, ‘খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা হারবো না। কিন্তু লিটন যখন ইনজুরিতে পড়ে, তখন আমরা কিছুটা চিন্তিত হয়ে গিয়েছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post