স্পোর্টস ডেস্ক:: সতীর্থ লিটন দাসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে থাকার কথা ছিলো তারও। ছাড়পত্র নিয়ে বিসিবির সাথে দেনদরবার শেষে পারিবারিক ব্যস্ততায় আইপিএলকে না করে দেন সাকিব আল হাসান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির বদলে খেলছেন ঢাকায় ডিপিএলে।
লিটন দাস প্রথমবারের মতো গেছেন আইপিএলে। নিশ্চয়ই সাকিবের কাছ থেকে টিপস নিয়েছেন তিনি এমন ধারণা ছিলো। তবে এই অলরাউন্ডার জানালেন, লিটনের সাথে আইপিএল নিয়ে তার কোনো কথাই হয়নি। তবে তিনি আশাবাদী উইকেটরক্ষক এই ব্যাটার নিজের মতো করে খেললে সাফল্য পাবেন আইপিএলে।
লিটন দাস অনেক অভিজ্ঞ, কোনো পরামর্শ দেননি জানিয়ে সাকিব বলেন, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো করে খেলতে পারে তাহলে সফল হবে।’
সামনেই ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজ। আইরিশদের ঘরের মাঠে হারিয়েছেন, এবার ইংল্যান্ডেও হারাবেন জানিয়ে সাকিব আরো বলেন, ‘আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলেছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post