স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের ব্যস্ততা নেই। এই ফাঁকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়েছেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়ে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার।
আর এর জন্য মঙ্গলবার কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন লিটন দাস। বাংলাদেশের এই তারকাকে নিয়ে বড় আশা বেঁধেছে সারে জাগুয়ার্স। প্রথমবারের মতো এই লিগে খেলতে যাওয়া লিটনকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ দলের অলিখিত সহ-অধিনায়ক ও বিভিন্ন সময় অধিনায়কের দায়িত্ব পালন করেন লিটনের কাঁধে এবার বড় দায়িত্ব দিয়েছে সারে জাগুয়ার্স।
লিটন মূলত কাজ করেছেন ইফতেখার আহমেদের ডেপুটি হিসেবে। পাকিস্তানের এই হার্ড হিটার ব্যাটারকে অধিনায়ক করেছে সারে জাগুয়ার্স। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা কিনা চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। করোনার কারণে দুই মৌসুম বিরতি দিয়ে মাঠে ফিরছে টুর্নামেন্টটি। প্লেয়ার্স ড্রাফটে সারে জাগুয়ার্স দলে ভেড়ায় লিটনকে।
ইফতেখার ছাড়াও লিটনের দল সারে জাগুয়ার্সে আছেন একাধিক তারকা। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, মোহাম্মদ হারিস, অস্ট্রেলিয়ার জেসন বেহেরনডর্ফ, আফগানিস্তানের করিম জানাত, নেপালের সন্দীপ লামিচানের মতো তারকাদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে দল পাওয়ার পর সারে জাগুয়ার্সের এক ভিডিও বার্তায় গ্লোবাল টি-টোয়ন্টিতে খেলার জন্য নিজের উদগ্রীব হয়ে থাকার কথা জানান লিটন। তিনি সেই ভিডিও বার্তায় বলেছিলেন, ‘সারে জাগুয়ার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় খেলার অপেক্ষায় আছি। ২০ জুলাই থেকে শুরু, আশা করছি আপনারা সবাই সমর্থন করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।’
এদিকে শুধুমাত্র লিটন দাসই নয়, সাকিব আল হাসানও খেলবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাকিব আল হাসানকে সর্বোচ্চ মার্কি ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে মন্ট্রিল টাইগার্স। যেই দলে আরও আছেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন, উইন্ডিজের আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারা। ইতিমধ্যেই সাকিবও বিসিবির কাছ থেকে ছাড়পত্র নিয়ে কানাডায় খেলতে গিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post