স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলের লড়াই শুরু হবে রাত ৮টায়। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই ম্যাচেও একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে। এর আগে দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে ৪ রান করেন তিনি। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছেন। সহজ স্টাম্পিং মিস করেছেন তিনি। যার ফলে ধোনিদের বিপক্ষে এই ম্যাচে একাদশে দেখা যাওয়া নিয়ে সংশয় ছিল।
তবে সেটা হচ্ছে না বলেই আভাস মিলছে। কলকাতার টিম ম্যানেজম্যান্ট ভরসা রাখছে লিটন দাসের ওপর। জেসন রয়ের সাথে লিটন দাসের ওপেনিং জুটিই এই ম্যাচে দেখা যেতে পারে। যার ফলে ইডেন গার্ডেন্সে কলকাতার জার্সিতে অভিষেক হচ্ছে লিটনের। টাইগারদের এই তারকা ক্রিকেটার এবার আলো ছড়াতে পারেন কিনা, সেটিই দেখার বিষয়।
এই ম্যাচে বিদেশি কোটায় জেসন রয়, লিটন দাস ছাড়া খেলতে পারেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। এই চার বিদেশিতেই আস্থা রাখতে চলেছে দল। হ্যাটট্রিক হারে ব্যাকফুটে থাকা কলকাতা, এই ম্যাচ দিয়ে ফিরতে চায় জয়ের পথে। ৬ ম্যাচ খেলে ২ জয় মাত্র দলটির নামের পাশে। সব মিলিয়ে আছে ৪ হার।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, মানদীপ সিং, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post