নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে কুমিল্লা।
দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কারিগর দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। দুজনই ফিফটি হাঁকিয়েছেন। জোড়া ফিফটি ছাড়াও ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জনসন চার্লস। জিততে হলে খুলনাকে এখন করতে হবে ১৬৬ রান।
ইনিংসের শুরুটা খানিকটা ধীর গতিতে করলেও, উদ্বোধনী জুটিতে ৬৫ রান তুলেন লিটন ও রিজওয়ান। দুজনের সেই জুটি ভাঙে লিটনের বিদায়ে। আউট হওয়ার আগে ৪২ বলে ৯ বাউন্ডারিতে ৫০ রান করে যান লিটন। দ্বিতীয় উইকেট ৬০ রান যোগ করেন রিজওয়ান ও চার্লস।
দলীয় ১২৫ রানে চার্লস যখন ফিরছিলেন, তখন তার নামের পাশে ২২ বলে ৫ ছক্কায় ৩৯ রান। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি কুমিল্লাকে। ২৩ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান ও খুশদিল শাহ।
শুরুর দিকে ধীর গতিতে খেললেও, শেষ দিকে হাত খুলে খেলার চেষ্টা করেন রিজওয়ান। ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন ৪৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৪ রান করে। খুশদিল শাহ ১১ বলে ১ বাউন্ডারিতে ১৩ রান করে অপরাজিত থাকেন।
খুলনার হয়ে ১টি করে উইকেট শিকার করেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post