নিজস্ব প্রতিবেদকঃ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবশেষে পেয়েছে জয়ের দেখা। নিজেদের চতুর্থ ম্যাচে এসে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে স্বাগতিক চট্টগ্রাম স্কোর বোর্ডে জমা করে ১৩৫ রান। জবাব দিতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে ইমরুল কায়েসের দল। লিটন দাস ২২ বলে ৪০ রান খেলেন। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৭ রান। কুমিল্লাকে জিতিয়ে মাঠ ছাড়েন এই উইকেটকিপার ব্যাটার।
১৩৬ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে লিটন এদিন শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৪০ রান। যেখানে ৪ বাউন্ডারির পাশাপাশি তিনটি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার।
এরপর ইমরুল কায়েস এবং জনসন চার্লস দ্রুতই সাজঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে এদিন ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান। তার ৩৭ রানের অপরাজিত ইনিংসে ১৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। ২৩ বলে ২২ রান করেন জাকের আলী অনিক।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ব্যক্তিগত শূন্য রানেই ফিরেন পাক ওপেনার উসমান খান। দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে দলের হাল ধরেন ম্যাক্স ও’ডাউড। গড়েন ৪৩ রানের জুটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শুভাগত। ২৩ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি।
২১ বলে ৬টি চারের সাহায্যে ২৯ রান করেন আফিফ। এছাড়া ও’ডাউড করেন ২৪ রান। শেষ দিকে ৮ বলে ১৩ রানের কার্যকরী এক ইনিংস খেলেন রানা। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন খুশদিল, মোসাদ্দেক হোসেন ও তানভির।
Discussion about this post