স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল লিভারপুল। গতরাতে গোল উৎসব করল অলরেডরা। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়ের দেখা পেয়েছে ইয়ের্গুন ক্লপের দল। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও ডিয়েগো জোটা।
লিডসের মাঠে ৩৫ মিনিট দলকে এগিয়ে এনে দেন লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লপের দল। বিরতি শেষে গোলের খাতায় নাম লেখান জোটা। ৫২ মিনিটে তিনি গোলটি করেন। ৬৪ মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন সালাহ।
৭৩ মিনিটে জোড়া গোলের দেখা পান জোটাও। আর শেষ দিকে লিডসের জালে বল পাঠান দারউইন নুনেজ। এর আগে ম্যাচের ৪৭ মিনিটে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন লুইস সিন্সতেরা। এমন দাপুটে ফেরার পরও পয়েন্ট তালিকার সেই আট নম্বরেই থাকল লিভারপুল। ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট তাদের। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান নয়। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post